প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 6 এর মাটির ঘরে দেয়ালচিত্র গল্পের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের ষষ্ঠ শ্রেনীর পাঠ্যবইতে তপন কর এর লেখা মাটির ঘরে দেয়ালচিত্র গল্প রয়েছে। গল্পের শেষে যে সব প্রশ্নপত্র গুলি রয়েছে তার সমাধান আমরা এখানে করে দিলাম। আশা করি সবার ভালো লাগবে।
মাটির ঘরে দেয়ালচিত্র
তপন কর
লেখক পরিচিতি
শিল্পী তপন করের জন্ম ১৯৫৪ খ্রিস্টাব্দে। তিনি সরকারি চারু ও কারু মহাবিদ্যালয় থেকে স্নাতক হন। স্নাতোকত্তর ডিগ্রী লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে তিনি সরকারি বিদ্যালয়ে শিল্প শিক্ষক। শিল্পকলা বিষয়ে তাঁর দুটি বিখ্যাত বই—ছবি আঁকতে শেখা, অসামান্য মানভূম। পাঠ্যাংশটি মাটির ঘরে দেয়ালচিত্র প্রবন্ধের অংশবিশেষ l
হাতে কলমে
১.১ লেখক তপন করের লেখা একটি বইয়ের নাম লেখো।
উত্তর : লেখক তপন করের লেখা একটি বইয়ের নাম ‘অসামান্য মানভূম’।
১.২ পাঠ্য রচনাংশটি কোন্ বিষয়ে লেখা ?
উত্তর : পাঠ্য রচনাংশটি মাটির ঘরে দেওয়ালচিত্র বিষয়ে লেখা।
২. ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো :
২.১ দেওয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের (পুরুষেরা/মেয়েরা/ বালকেরা)।
উত্তর : দেওয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরা।
২.২ মূলত (বৃত্তাকার/সরলরৈখিক/জ্যামিতিক) আকার-আশ্রিত বর্ণসমাবেশেই রচিত হয় সাঁওতালী দেয়ালচিত্রণ।
উত্তর : মূলত জ্যামিতিক আকার-আশ্রিত বর্ণসমাবেশেই রচিত হয় সাঁওতালী দেওয়ালচিত্র ।
২.৩ সাধারণত মাটি থেকে (ছ-ফুট/চার-ফুট/আট-ফুট) পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়।
উত্তর : সাধারণত মাটি থেকে ছ-ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়।
২.৪ (শালুকটিকে/পদ্মটিকে/গোলাপটিকে) মানভূম দেয়ালচিত্রের প্রতীক বলা হয়
উত্তর : পদ্মটিকে মানভূম দেয়ালচিত্রের প্রতীক বলা হয়।
৩. পাঠ থেকে একই অর্থের শব্দ খুঁজে নিয়ে লেখো : ছবি, জোগাড়, পঙ্কজ, পুষ্প, মাটি।
উত্তর : ছবি—চিত্র। জোগাড়—সংগ্রহ। পঙ্কজ—পদ্ম। পুষ্প—ফুল। মাটি—মৃত্তিকা।
৪. নীচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো : ভৌগোলিক, নির্বাচন, অঞ্চল, রচিত, অংলকার, জ্যামিতি।
উত্তর :
বিশেষ্য | বিশেষণ |
ভূগোল অঞ্চল অলংকার | ভৌগোলিক আঞ্চলিক আলংকারিক |
বিশেষ্য | বিশেষণ |
নির্বাচন রচনা জ্যামিতি | নির্বাচিত রচিত জ্যামিতিক |
৫. তোমাদের এই পাঠ্যাংশ থেকে দুটি জটিল বাক্য লেখো যারা যুক্ত আছে ‘যেমন-তেমন’ দিয়ে। এছাড়া, ‘যদি-তবে’, ‘যখন-তখন’, ‘যে-সে’, ‘যেখানে-সেখানে’, ‘যেদিন সেদিন’ ইত্যাদি ব্যবহার করে একটি করে জটিল বাক্য লেখো।
উত্তর : ১। সেই চিত্রণের বিষয়বস্তু যেমন নিজেরা নির্বাচন করেন, তেমনি তার উপাদানও নিজেরাই সংগ্রহ করেন।
২। উল্লেখ্য, এই ধরনের বিস্তৃত আকারের ছবি যেমন লাল, নীল, সাদা, গেরুয়া ইত্যাদি বিচিত্র বর্ণের সমাবেশ আঁকা হয়, তেমনি বর্ণ ছাড়াও আঁকা হয়।
যদি-তবে—যদি তুমি আসো তবে আমি যাবো।
যখন-তখন—যখন সে পৌঁছালো তখন সূর্য অস্ত গেছে।
যে-সে—যে স্কুলে আসবে না সে উপস্থিতি পাবে না।
যেখানে-সেখানে——যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যে হয়।
যেদিন-সেদিন——যেদিন সে এখানে এসেছিল সেদিন খুব ঝড় হয়েছিল।
৬. নীচের বাক্যগুলি জুড়ে একটি বাক্যে পরিণত করো :
৬.১ এই মাটির রং ঈষৎ হরিদ্রাভ। এই মাটির রং ঈষৎ সাদাটে।
উত্তর : এই মাটির রং ঈষৎ হরিদ্রাভ এবং সাদাটে।
৬.২ দূর থেকে দৃশ্য হিসেবে মানানসই হওয়া চাই। এইভাবেই দেয়ালগুলি নির্বাচন করা হয়।
উত্তর : দূর থেকে দৃশ্য হিসেবে মানানসই দেয়ালগুলি নির্বাচন করা হয়।
৬.৩ ঘরের চতুষ্পার্শ্ব ঘিরে থাকে একটি বেদী। তার রং কালো।
উত্তর : ঘরের চতুষ্পার্শ্ব ঘিরে থাকে একটি কালো রঙের বেদী ।
৬.৪ বাংলার কৃষিজীবী সমাজের কিছু প্রাচীন উৎসব আছে। এগুলি হলো গো-বন্দনা, কাঁড়াখুঁটা, গোরুখুটা প্রভৃতি।
উত্তর : বাংলার কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসবগুলি হলো গো-বন্দনা, কাঁড়াখুঁটা, গোরুখুঁটা প্রভৃতি।
৭. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
৭.১ তোমার জানা কোন্ অঞ্চলের লোকসমাজে দেওয়ালে ছবি আঁকার চল আছে?
উত্তর : সাঁওতাল, ভূমিজ, সেরিয়া সবঢ় কোল, বীরহড় প্রভৃতি উপজাতি সমাজে দেওয়ালে ছবি আঁকার চল আছে।
৭.২ মানভূম জেলা সংলগ্ন আর কোন্ কোন্ জেলায় দেয়ালচিত্রণ হয়ে থাকে?
উত্তর : মানভূম সংলগ্ন জেলা মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান জেলার পশ্চিম অংশ এবং বীরভূম জেলাতে প্রচুর দেওয়ালচিত্রণ হয়ে থাকে।
৭.৩ মানভূম জেলায় কোন্ কোন্ আদিবাসী গোষ্ঠীর বাস ?
উত্তর : মানভূম জেলায় সাঁওতাল, হো, অসুর ভূমিজ মুন্ডা, ওঁরাও খেড়িয়া, শবর, বীরহোঁড় প্রভৃতি আদিবাসীর বাস ।
৭.৪ মাটির দেয়াল চিত্রগুলি সাধারণত কোন্ কোন্ উৎসবে আঁকা হয়?
উত্তর : আশ্বিন মাসে দুর্গপূজা, কার্তিক মাসে কালীপূজা বা দীপাবলী প্রভৃতি উৎসবে মাটির দেয়ালচিত্রগুলি আঁকা হয়।
৭.৫ দেয়াল চিত্র করার জন্য কী কী উপাদান ব্যবহৃত হয় ?
উত্তর : লালচে গিরিমাটি বা গৈরিক বর্ণের মৃত্তিকায় গিরিফল চুবিয়ে রং করা হয়। এছাড়া বেলেমাটির গোলা দিয়ে নাতা দেওয়া হয়। এই মাটির রং ঈষৎ হরিদ্রাভ ও সাদাটে, একে দুধেমাটি বলে। এই প্রলেপ ভিজে থাকতে থাকতেই আঁকার কাজ সারতে হয়। এছাড়া গেরুয়া, আকাশি, হলদে প্রভৃতি রং ব্যবহার করা হয়।
৭.৬ কোন তিথিতে কৃষিজীবীরা কীভাবে তাদের গৃহসজ্জা করে তা লেখো।
উত্তর : অমাবস্যা তিথিতেই রাঢ় বঙ্গের কৃষক গৃহমার্জনা ও অলঙ্করণ করেন। সমগ্র ঘর-বাড়ি মেরামতি, লেপা-মোছা করার পর গৃহাঙ্গনের প্রবেশ ঘর থেকে উঠান, গোহাল ধানের গোলা বা মরাই এবং মূল বাসগৃহ সর্বত্র আলপনা দিয়ে সাজানো হয়।
৭.৭ কোন্ কোন্ জাতির দেওয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম ?
উত্তর : ভূমিজ, কুর্মি বা অন্যান্য গোষ্ঠীর মানুষেরা দেওয়াল চিত্রণ হিসাবে পদ্মকে বেছে নেন।
৭.৮ দুধেমাটির ওপর কীভাবে চিত্রণ করা হয় ?
উত্তর: দুধেমাটির প্রলেপ দিয়ে দেয়াল ভিজে থাকতে থাকতেই এর উপর হাতের আঙুলের ডগা দিয়ে দাগ টেনে এঁকে দিতে হয় ছবি।
৭.৯ মোরগঝুঁটির চালচিত্রে আর কী কী নক্শা থাকে?
উত্তর : মোরগঝুঁটি চালচিত্রটির ধারে ধারে সারিবদ্ধ থাকে উদীয়মান সূর্যের নক্শা, আর সূর্যগুলির ফাঁকে ফাঁকে থাকে আধফোটা পদ্ম। এর বাইরের ফাঁকা জায়গায় বসানো হয় ছোটো ছোটো মোটিফ। সেই মোটিফের মধ্যে উল্লেখযোগ্য হল— ইস্কাবন, হরতনের চিহ্ন, সাধারণ লতাপাতা, পাখি, ময়ূর ইত্যাদি।
৮. বৃত্তাকার একটি নক্শা বা আলপনা আঁকো যা তোমার বাড়িকে আরও সুন্দর করে তুলবে।
উত্তর :